ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

করোনায় এনাম মেডিকেলের ডা. রফিকুল হায়দারের মৃত্যু 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৪, ১৮ জুন ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এনাম মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের কনসালট্যান্ট ডা. রফিকুল হায়দার লিটন। 

বুধবার (১৭ জুন) রাত ৯টার দিকে মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গত তিনদিন আগে ডা. রফিকুল হায়দারের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে বাসাতেই চিকিৎসা নিচ্ছেলেন তিনি। বুধবার রাতে শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে বাসা থেকে এনাম হাসপাতালে স্থানান্তর করা হচ্ছিল। এ সময় পথে অ্যাম্বুলেন্সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ডা. রফিকুল হায়দার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতাল থেকে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেন। তিনি ছিলেন সিওমেকের ২৩তম ব্যাচের শিক্ষার্থী। 

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি